বাংলাদেশ নদী মাতৃক দেশ আমাদের দেশে রয়েছে অসংখ্য নদ,নকী, খাল, বীল আর এসব খাল, বিলে পাওয়া যায় অসংখ্যা মাছ।আর এ সব মাছ ধরার অন্য তম পদ্ধতি হল চারু।গ্রামের প্রতিটি বাড়িতে পাওয়া যায় মাছ ধরার চারু।
অতি প্রাচীন কাল থেকে এই পদ্ধিতিতে আমাদের দেশে খালে বিলে নদী নালা ছোট ছোট মাছ ধরা হয়।
তেমনই ভাবে মাছ ধরা হচ্ছে কৈ মারা বিলে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস